ঠাকুরগাঁওয়ে পুকুরে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুকুরে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৩০ জুন) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপ পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ১১টায় কয়েকজন কৃষক মাঠে কাজ করে ফেরার সময় পুকুরে হাতমুখ পরিষ্কার করতে গেলে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সহ সিআইডি টিম দুপুরে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত মরদেহটি ৩৫ থেকে ৪০ বছর বয়সের কোন পুরুষের বলে ধারনা করছে স্থানীয়রা।

 

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com