সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮-১০ জনের একদল ডাকাত রামদা, চাইনিজ কুরালসহ দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাট এলাকার স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও দু’ডাকাত। অন্যরা পালিয়ে যায়। হাতিয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি