ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সিরুটি তিন দিনের সফরে ঢাকায়

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৫

ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সিরুটি  তিন দিনের সফরে ঢাকায়
q
সুরমা মেইলঃ তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকা এসেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সিরুটি। আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি।

সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ ও বৈঠকের কথা রয়েছে। ঢাকা ও নেদারল্যান্ডসের একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলেছে।

নেদারল্যান্ডস রয়্যাল হাউজও সফরসূচি ঘোষণা করেছে। সূত্র মতে, কিডনি জটিলতা কাটিয়ে ওঠার পর তিনি তার কর্মব্যস্ততা শুরু করেছেন। আমস্টারডামে একটি সম্মেলনে অংশ নেয়ার পর সেখান থেকে ঢাকায় উদ্দেশে রওয়ানা করেন।

সরকারের শীর্ষপর্যায়ে বৈঠক ছাড়াও বাংলাদেশে বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। দারিদ্যদূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে নারী উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন জাতিসংঘের ওই দূত। ঢাকার বাইরেও তার কর্মসূচি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com