ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে ১ জানুয়ারি থেকে ব্যবস্থা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে ১ জানুয়ারি থেকে ব্যবস্থা
kader
সুরমা মেইলঃ ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট লাগানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের পুলিশ কনভেনশন হলে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে যাদের ডিজিটাল নম্বরপ্লেট নেই, তারা করে ফেলবেন। এরপর যারা না করবেন, ১ জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com