সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : আগামী ২২ এপ্রিল মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে ইতোমধ্যে খেলোয়াড়দের দলবদল হয়েছে। নিজ নিজ ঘর গুছিয়ে নিতে ব্যস্ত আসরে অংশ নিতে চলা ১২টি দল। এরই মধ্যে আসন্ন ডিপিএলের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি তৈরি করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটি গড়াবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মোট তিনটি রাউন্ড রয়েছে এই লিগে। বৃষ্টির কারণে কোনো খেলা না হলে সেটি অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে’তে।
এবার এক নজরে দেখে নেয়া যাক, কোন দিন খেলবেন মাশরাফি-তামিমরা:
প্রথম রাউন্ড :
২২/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- মিরপুর।
২২/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল- বিকেএসপি ৩।
২২/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম কলাবাগান ক্রীড়া চক্র-ফতুল্লা।
২৪/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- ফতুল্লা।
২৪/০৪/১৬ -ব্রাদার্স ইউনিয়ন বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড- মিরপুর।
২৪/০৪/১৬ – লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের-বিকেএসপি ৩।
দ্বিতীয় রাউন্ড :
২৬/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল- বিকেএসপি ৩।
২৬/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র- ফতুল্লা।
২৬/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- মিরপুর।
২৮/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ব্রাদার্স ইউনিয়ন- মিরপুর।
২৮/০৪/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- বিকেএসপি ৩
২৮/০৪/১৬ – লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- ফতুল্লা।
তৃতীয় রাউন্ড :
৩০/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র- মিরপুর।
৩০/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- ফতুল্লা।
৩০/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন-বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম লিজেন্ডস অব রুপগঞ্জ – ফতুল্লা।
০২/০৫/১৬ -ক্রিকেট কোচিং স্কুল বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- মিরপুর।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি