ডিসি ও সিসিক নির্বাহী কর্মকর্তাকে উপশহার ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

ডিসি ও সিসিক নির্বাহী কর্মকর্তাকে উপশহার ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

সুরমা মেইল ডটকম :: শাহজালাল উপশহার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামূল হাবিব এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিভিন্ন দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘শাহজালাল উপশহরে বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স  গ্রহণ সাপেক্ষে দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে মুদি দেকান, ফার্মেসী, টেইলার্স, লন্ডী, সেলুন, বেবীসপ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীবৃন্দ। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এসব ব্যবসার বিরুদ্ধে নোটিশ প্রদান করে। যাতে উল্লেখ করা হয় রাস্তার পাশে আবাসিক প্লটে ও ভবনে রেষ্টুরেন্ট ও বারসহ নানাবিদ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিরসনে মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুসারে এক মাসের মধ্যে ২২নং ওয়ার্ডের ওইসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বা অন্যত্র সরিয়ে ফেলতে হবে। মন্ত্রীসভার এ আদেশ বাস্তবায়ন করা হলে ঐ এলাকার প্রায় সাড়ে ৩ শতাধিক ব্যবসায়ী ও পরিবার অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়বে।

স্মারকলিপির মাধ্যমে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রায় সহগ্রাধিক পরিবারের আয় রোজগার করে জীবিকা নির্বাহ করার সুযোগদানে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শাহজালাল উপশহরের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বহাল এবং ট্রেড লাইসেন্স প্রদান করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসক ও সিসিক’র হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির হাজী শামসুল হক, সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সাহাব উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইসলাম উদ্দিন, ফজলুর রহমান, এহছানুর রহমান চৌধুরী, মাজহারুল ইসলাম, জহিরুল ইসলাম, মোস্তাক আহমদ, জাহাঙ্গির আলম লুলু, আলিম উদ্দিন মান্নান, মনির হোসেন, শেখর চন্দ্র, জহির হোসেন বিপ্লব প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com