সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫
বিকাল সাড়ে তিনটায় ভারতীয় প্রতিনিধিদল দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির এবং বিকাল ৫টায় রামসাগর পরিদর্শন করে।
এর আগে হিলিস্থলবন্দর দিয়ে ভারতীয় প্রতিনিধিদল প্রবেশ করলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর ডিএম তাপস চৌধুরী জানান, ভারতের দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার শীস রাম জাজারিয়া, উত্তর দিনাজপুরের ডিএম রন্ধির কুমার, পুলিশ সুপার সৈয়দ ওয়াকার, মালদার ডিএম শারদ কে আর, পুলিশ সুপার প্রসুন বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ির ডিএম প্রিথা সরকার, পুলিশ সুপার আকাশ মাঘারিয়া, দার্জিলিংয়ের ডিএম অনুরাগ শ্রীভাস্তব ও পুলিশ সুপার অমিত পি জাভালগি প্রতিনিধি দলে রয়েছেন।
তিনি বলেন, সম্মেলনে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া বিষয়গুলির ওপর আলোচনা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- সীমান্তে নোম্যান্স ল্যান্ডের অবকাঠামো স্থাপনা, চোরাচালান, মাদক পাচার রোধ, সীমান্ত হত্যা, সীমান্তবাসীদের চলাচলের ব্যবস্থা ও মানব পাচার।
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, উভয় দেশের সীমান্ত সমস্যা বিষয়ক সম্মেলনে ভারত-বাংলাদেশ অংশের হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত, অবৈধ অণুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান বন্ধ, অহেতুক গুলিবর্ষণ করে মানুষ হত্যা বন্ধ, বন্দী প্রত্যার্পণ, বর্ডার হাট স্থাপন, সিএস রেকর্ড হস্তান্তর, জমি সংক্রান্তসহ প্রায় ২০টি বিষয় নিয়ে উভয় দেশের সীমান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন ও আলোচনা হবে।
সম্মেলনে দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি কমান্ডারদের সাথে ভারতের ৬টি জেলার ডিএম, পুলিশ সুপার ও বিএসএফ কমান্ডারদের নিয়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি