ঢাকায় কারিনা সঙ্গে অনন্ত জলিল

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

ঢাকায় কারিনা সঙ্গে অনন্ত জলিল

Karina

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় ‘বলিউড কুইন নাইট’-অনুষ্ঠানে নাচবেন কারিনা কাপুর খান। একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান প্রথমবারের মতো দর্শক মাতাতে ঢাকায় আসছেন। অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। তারা জানায়, শুধু কারিনা একা নন, এই আয়োজনে অংশ নিতে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরও আসছেন ঢাকায়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে গভীর রাত অবধি। এই আয়োজনে দেশী তারকার মধ্যে অনন্ত জলিলের পরিবেশনা থাকছে- এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকেরা। তবে জলিলের অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
‘বলিউড কুইন নাইট’-এ অনন্ত জলিল অংশ নিতে পারেন এমনটি জানিয়েছেন তার সহকারী সজীব। শুক্রবার সকালে তিনি বলেন, ‘আয়োজকদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। তবে দু’ একদিনের মধ্যে জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com