ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

train

সুরমা মেইল নিউজ : মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ৪টার পর থেকে ঐ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পড়ে সকাল ৯টার দিকে উদ্ধারকারীরা লাইনচ্যুত হওয়া ইঞ্জিন উদ্ধার করার পর প্রায় ৫ঘণ্টা পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল চলাচল  রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।

শ্রীমঙ্গল রেল স্টেশনের ম্যানেজার হাফিজুর রহমান বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে একটি ইঞ্জিন ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে গিয়ে ওই ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনারর পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং শমসেরনগর স্টেশনে কালনি এক্সপ্রেস আটকা পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com