সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারে দুটি সেতু মেরামত কাজের জন্য চারদিন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল।
রোববার (২৮ জুন) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে সওজ।
এ ব্যাপারে সওজ বিভাগের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। এই জরুরি সংস্কার কাজের জন্য চার দিন ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে যান চলাচল বন্ধ থাকবে।
এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে গত বছরের জুনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি সেতু ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কে সরাসরি যান চলাচল ছয় দিন বন্ধ ছিল। এতে সেসময় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি