সুরমা মেইলঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে শুক্রবার। এবার এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ হাজার ২৩৪ জন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে ঢাবি ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকার ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে।