সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যসহ কোনও বিদেশি বন্ধুরাষ্ট্র তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোনও চাপ দেয়নি। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করতে চায়নি।
রোববার (০৭ মে) দুপুরে রাজধানীর সেতুভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে, এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। যে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালের মতো পক্ষপাতমূলক আচরণ করেছিল।
ওবায়দুল কাদের বলেন, চরিত্র ও বৈশিষ্ট্য হারানো পক্ষপাতদুষ্ট তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।
সেতুমন্ত্রী বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে।
এর আগে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় উপস্থিত হোন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি