তনু হত্যার বিচারে নতুন কোনো আইনের প্রয়োজন নেই

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

তনু হত্যার বিচারে নতুন কোনো আইনের প্রয়োজন নেই

Cabinet-Meeting1459761398

সুরমা মেইল নিউজ : প্রচলিত আইনেই তনু হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে তনু হত্যাকাণ্ডে প্রচলিত আইনে বিচার নিয়ে সংশয়ের কথা তুলে ধরা হলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।  এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক অনুষ্ঠানে বলেছিলেন, প্রচলিত ফৌজদারি আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়। বৈঠকসূত্র আরো জানায়, আজকের বৈঠকে তনু হত্যার বিচার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের এক পর্যায়ে আইনমন্ত্রী মত দেন, তনু হত্যার বিচারের জন্য নতুন কোনো আইনের প্রয়োজন নেই। বৈঠকে আইনমন্ত্রী বলেন, আমাদের দ্রুত বিচার আইন আছে, নারী-শিশু নির্যাতন দমন আইন আছে। এসব বিদ্যমান আইনেই তনু হত্যার বিচার করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com