সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সকল সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াস ‘সামাজিক সংগঠন জোট’। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের সভাপতি রেশমা জান্নাতুল রুমা এর সভাপতিত্বে ও ইয়ূথ স্টাফ সিলেটের সিনিয়র সহ সভাপতি ফয়সাল মাহমুদ ও সভাপতি তানভির হোসাইন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিসিকের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিসিক কাউন্সিলর শামীমা স্বাধীন, প্যাসিফিক ক্লাব এর সভাপতি জয়নুল হক, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আলী আহমদ, ইয়ূথ স্টাফ সিলেটের সভাপতি মোঃ তানভির হোসাইন, শুদ্ধ সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক হিমেল, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আফজল হোসেন, শাহজালাল ভলান্টিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওরিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট গণদাবী পরিষদ এর সাধারন সম্পাদক শিহাব খান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে সোহেল, সূর্যোদয় ফাউন্ডেশনের পক্ষে সাকিল খান, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যান সংস্থার সভাপতি রেদোয়ানুল করিম মাসউদ, পাইওনিয়ার ক্লাব বাংলাদেশের পক্ষে মুক্তার আহমদ মুক্তার, কানাইঘাট-জকিগঞ্জ ছাত্র ঐক্য পরিষদ এর পক্ষে কামরুজ্জামান রুমান, মানব সেবা এসোসিয়েশনের পক্ষে রাজীব আহমদ চৌধুরী, নির্বান সিলেটের পক্ষে সালিক মিয়া, বন্ধন ভলান্টিয়ার গ্রুপের পক্ষে আব্দুল আলিম, হেল্পার’স ইউনিটের পক্ষে ইকবাল হোসেন বাচ্চু প্রমূখ।
Design and developed by ওয়েব হোম বিডি