তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতকে শুভেচ্ছা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতকে শুভেচ্ছা

সিলেট :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফয়েজ আহমদ (দৌলত)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান।

 

সোমবার দুপুরে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ও জনতার অধিকার আদায়ে নতুন ধারার রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কাজ করবে।

 

তিনি আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে আরও বলেন, ‘জুলাই-আগস্ট’ ছাত্র-জনতার আন্দোলনে অনেক রক্ত আর জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসকল শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষায় কাজ করবে দলটি। পাশাপাশি আপনি (দৌলত) কমিটিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

 

(সুরমামেইল/এমকেএইচ)


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com