সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের ওসমানীনরে তাজপুর কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছেন। শনিবার কলেজ চলাকালিন সময়ে কলেজ ছাত্রলীগের বিবদমান দু-গ্রুপের মধ্যে কথা কাটাকাটি জের ধরে উভয় গ্রুপের ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ৮ জন আহত হন।
আহতরা হলেন- কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মাছুম মিয়া (১৯) ,আলামিন(২০), টুলটুল (১৮) ছাড়া অন্যান্য আহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এদের মধ্যে টুলটুলের অবস্থা আশঙ্কজনক। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস ও ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন ধরে বহিরাগত কিছু ছাত্র কলেজে প্রবেশ করে প্রকৃত ছাত্রদের নানা ভাবে হয়রানি করে যাচ্ছে। কলেজের প্রকৃত শিক্ষার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজ ব্যবস্থাপনা কমিটিকে বার বার অবগত করেছি। কিন্তু কলেজ ব্যবস্থাপনা কমিটি বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় শনিবার পরিকল্পিতভাবে বহিরাগতরা কলেজে ঢুকে প্রকৃত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করেছে। হামলায় ছাত্রলীগ কর্মী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী টুলটুল গুরুত্ব আহত হয়েছে।
ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া বলেন, আমার জানা মতে কলেজ ছাত্রলীগে কোন গ্রুপ নেই। ওরা সবাই ছাত্র পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে কলেজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিষয়টি আমরা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলী বলেন, পরিস্থিতি উত্তপ্ত দেখে আমি পুলিশকে খবর দেই এবং পরিস্তিতি নিয়ন্ত্রণে আনি। কলেজ খোলা রয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।
পরিস্থিতি উত্তপ্ত দেখে কলেজের অধ্যক্ষ ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Design and developed by ওয়েব হোম বিডি