তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ
images (3)
সুরমা মেইল নিউজ : ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এই অভিযোগপত্র গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, অভিযোগপত্র গ্রহণ করে মামলার পলাতক আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম এবং সোহেল আহম্মেদ ওরফে ভাঙারি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ২৭ জুন এই মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে সোহেল ছাড়া অন্য সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে কয়েকটি সূত্রে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com