সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত দুইদিন ব্যাপী এশিয়ান সমন্বিত নদী উৎসবে যোগ দিতে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৪৫ সদস্যদের একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে এ প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন। এসময় ভারতীয় সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধি দলকে ফুললে শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আরডিসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ কামাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতার উজ-জামান খান কবির, জাতীয় নদী সংরক্ষণ কমিশনের সদস্য শারমিন মুরশিদ, জাতীয় নদী সংরক্ষন কমিশনের সদস্য ও সি.ই.জি.আই.এস-এর সহকারী কার্যনির্বাহী পরিচালক ড.মমিনুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের ৪৫ জন সদস্য।
এর আগে বিকাল ৪ টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন ভারতীয় হাই কমিশনারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুললে শুভেচ্ছা জানান।
Design and developed by ওয়েব হোম বিডি