তামিমহীন জালমিকে উড়িয়ে দিল কোয়েটা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬

তামিমহীন জালমিকে উড়িয়ে দিল কোয়েটা

Manual2 Ad Code

wwwww

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: পিএসএলের প্রথম কোয়ালিফাইং ম্যাচে পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। শহীদ আফ্রিদির দল মাত্র ১ রানের ব্যবধানে পরাজিত হয়েছে কোয়েটার বিপক্ষে। পেশোয়ারের হারের এই দিনে দলে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল। দুবাইয়ে শুক্রবার রাতের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার। ম্যাচের প্রথমে ব্যাট করে কোয়েটা ৩ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে পেশোয়ারের ওপেনিং জুটি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ হাফিজ এবং কামরান আকমল। তবে ৪ ওভারের পর থেকে দলের ধারাবাহিক উইকেটের পতন ঘটে। তাদের নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ ১৩২ রান। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে কোয়েটাই। এই ম্যাচে জয় দিয়েই তারা পৌঁছে গিয়েছে ফাইনালে। দুবাইয়ে মঙ্গলবার পিএসএলের ফাইনালটি অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code