তামিম আহমেদসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমানে

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

তামিম আহমেদসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমানে

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জেএমবির নেতা সিলেটের তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কেউ মরদেহ নিতে না আসায় অজ্ঞাতনামা হিসেবে তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

ঘটনার সাড়ে তিন মাস পর আজ বৃহস্পতিবার তামিম আহমেদ চৌধুরী (৩৪), কাজী ফজলে রাব্বী (২২) ও তাউসিফ হোসেনকে (২৪) দাফন করা হচ্ছে।

বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি অফিসার রুহুল আমিনের কাছে মরদেহ হস্তান্তর করেন নারয়ণগঞ্জ পিবিআই’র পরিদর্শক আলমগীর সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

আঞ্জুমানের কর্মকর্তা রুহুল আমিন জানান, অজ্ঞাতনামা হিসেবে আমাদের কাছে ৩ মরদেহ হস্তান্তর করা হয়েছে। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গুলশান ও কল্যাণপুরে নিহত জঙ্গিসহ কয়েকজন জঙ্গির লাশ আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। আজিমপুর ও মিরপুরের রূপনগরে নিহত দুই জঙ্গির লাশ এখনও মর্গে আছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াত টিম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে ওই অভিযান চালায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com