তারেকের বক্তব্য প্রকাশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: ফখরুল

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

তারেকের বক্তব্য প্রকাশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: ফখরুল

download

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের দেওয়া অভিযোগ সত্য ছিলো না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় তিনি আরও বলেন, তারেক রহামনের বক্তব্য প্রকাশের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। ইন্টারপোল থেকে তার নাম বাদ দেয়ায় নতুন করে তারেক রহমানের বক্তব্য প্রকাশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান সর্ম্পকে ইন্টারপোলে সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটাবেজ থেকে সকল তথ্য মুছে ফেলা হয়েছে। সরকার তারেক রহমানের ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা।

মির্জা ফখরুল বলেন, ইন্টারপোল হেড কোয়ার্টার্স তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সকল তথ্য বাতিল করে দিয়েছে। লন্ডনিয়াম সলিসিটর্সের প্রিন্সিপ্যাল ডেভিড রিকটারের মতে, ইন্টারপোলের সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আবারো প্রমাণিত হয়েছে তারেক রহমান পলাতক নন এবং রাজনৈতিকভাবে হেয় করতেই তারেক রহমানের নাম ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। ইন্টারপোল বুঝতে পেরেছে তারেক রহমানের সম্মান বিনষ্ট করতে ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com