তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ

taskin__105095_105146

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ করার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ হাথুরুসিংহে। সেই সঙ্গে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে এতটুকু ঘাবড়ে যায়নি দুই বোলার। কেননা তাদের বোলিংয়ে সমস্যার কিছু নেই।

বুধবারের ম্যাচের পরই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন তাসকিন ও আরাফাত সানি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তাদের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়ে অভিযোগ জানান আম্পায়াররা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ জানান, আজকে সন্ধ্যার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে আইসিসি। বুধবার ২ ওভার বল করেন আরাফাত সানি। রান দেন মাত্র ১০। তাসকিন চার ওভার করে রান দেন ২১। দুজনেই উইকেটহীন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com