তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত মোফাজ্জল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে।

 

বিজিবি জানায়, টেকেরঘাট বিওপি টহল দল ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৮২ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, গ্রামীণ সিমসহ একটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৪ হাজার ৮৩০ টাকাসহ মোফাজ্জল হোসেনকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক মোফাজ্জল হোসেনকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com