তাহিরপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বখাটে কারাগারে

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

তাহিরপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বখাটে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ছুঁটির পর বাড়ি ফেরার পথে পথরোথ করে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আব্দুল্লাহ নামে এক বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আব্দুল্লাহ সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আব্দুল মালেক ওরফে খালেকের গুণধর ছেলে।

 

বুধবার (২০ নভেম্বর) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলেয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

এরপুর্বে ভিকটিম ওই ষ্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মঙ্গলবার মামলা দায়ের করেন।

 

মলার এজাহার ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার বাদাঘাটে বালিকা (গার্লস) স্কুলে নবব শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী স্কুল ছাত্রীকে গ্রামের বাড়ি চরগাঁও থেকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়শয়ই আপত্তিকর ও অশ্লীল কথাবার্তা বলে উত্তপ্ত করে আসছিলো বারহাল গ্রামের আব্দুল্লাহ (২৩)।

 

গেল সোমবার (১৮ নভেম্বর) দুপুরের পর ছুঁটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পৈলনপুর-চরগাঁও সড়কে পথরোথ করে ওই স্কুল ছাত্রীকে শরীরে আবৃক্ত থাকা বোরকা, স্কুল ড্রেস এমনকি চুলের মুঠি ধরে টেনে হিছরে সড়কের পাশে ফসলি জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় আব্দুল্লাহ।

 

পথচারীরা ওই স্কুল ছাত্রীর চিৎকার শুনে আব্দুল্লাহকে গণপিটুনি দিয়ে আটক করে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

 

এরপর ভিকটিম স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে ওই মামলায় পুলিশ বখাটে আব্দুল্লাহকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com