তিনদিনের সরকারি সফরে কাল নেদারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

তিনদিনের সরকারি সফরে কাল নেদারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

prodhan montri

 

সুরমা মেইলঃ আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ড যাচ্ছেন। ২০১৪ সালের জানুয়ারি মাসে সরকার গঠনের পর ইউরোপে এটিই তার প্রথম সফর।

পররাষ্ট্রমন্ত্রী রবিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ ২৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। এছাড়া ১৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০, পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, চর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি দ্বি-পাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা, চামড়া ও চামড়া শিল্প, জাহাজ নির্মাণ, পাট ও পাটজাত শিল্প পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com