সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
রাস্তায় এক সদ্য নবজাতককে নিয়ে টানাটানি করছিলো কয়েকটি কুকুর। বিষয়টি এক পুলিশ সদস্যের চোখে পড়তেই তিনি কুকুরের কামড় খাওয়ার ভয় উপেক্ষা করেই তাৎক্ষণিকভাবে নবজাতকটিকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি ভালো আছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করেন ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান।
এসআই মোস্তাফিজ জানান, রাতে ডিউটি পালনকালে দলের সহকর্মীদের সঙ্গে আক্তারুজ্জামান সেন্টারের সামনে ছিলেন তিনি। ওই সময় রাস্তার উল্টো দিকে সোনালী ব্যাংকের সামনে দুটি কুকুরকে মারামারি করতে দেখেন তিনি। আরেকটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছিল দেখে তার কৌতুহল হয়।
তিনি বলেন, এগিয়ে গিয়ে দেখি একটা বাচ্চা, মনে হয় সদ্যজাত শিশু। কুকুরগুলো তাকে নিয়ে টানাটানি করছে। আমি তখন ওই রাস্তায় প্রাতঃভ্রমণে বের হওয়া এক নারীর সাহায্য চাইলাম। তিনিও এগিয়ে আসেন। রাস্তার পাশে একটি টং দোকান থেকে কাপড় নিয়ে বাচ্চাটাকে মুড়িয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে গেলাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান চিকিৎসকদের কথা মতো সেখান থেকে শিশুটিকে নিয়ে চট্রগ্রাম মেডিকেলে যাওয়ার পথে শিশুটিকে উদ্ধারের স্থানে রাস্তার বিপরীত পার্শ্ব থেকে আনুমানিক পঁচিশ বছর বয়সের শিশুটির মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করি।
বর্তমানে মা ও শিশু উভয়ই ভালো আছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি