তিন ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়লেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫

তিন ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়লেন রাষ্ট্রপতি
A H

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

সুরমামেইল ডটকম : সিলেট সফরের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আজ শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। এরআগে বেলা সোয়া ১টায় তিনি সিলেটে আসেন।

সিলেট এসেই তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) জিয়ারত করেন। পরে তিনি সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন। ওই অনুষ্ঠান শেষে তিনি সিলেট ত্যাগ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com