তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
ambassador_52297সুরমা মেইল ডেস্ক :: পর্তুগাল, জার্মানি ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে রদবদল এনেছে সরকার।
পর্তুগাল মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইমতিয়াজ আহমেদকে পাঠানো হয়েছে জার্মানির বার্লিনে। আর জার্মানির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ আলী সরকারকে পাঠানো হয়েছে মিশরে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. রুহুল আলম সিদ্দিকীকে প্রথমবারের মত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পর্তুগালে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক আদেশে এই তিন কর্মকর্তার বদলির কথা জানায়।
তবে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা মো. ওয়াহিদুর রহমানকে কোথায় পদায়ন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com