সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫
সুরমা মেইলঃ সিলেটে হঠাৎ বেড়ে গেছে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা। এ অবস্থায় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে গত বুধবার নগরীর কাজলশাহ এলাকা থেকে রহস্যজনকভাবে একই পরিবারের তিন শিশু নিখোঁজ হওয়ার পর থেকে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাদের সন্ধান চেয়ে নগরীজুড়ে মাইকিং করা হয়েছে।
গত চার দিনেও ওই শিশুদের সন্ধান না পেয়ে নগরীজুড়ে প্রচার চালানো হয়। মাইকিংয়ে একই পরিবারের তিন শিশু নিখোঁজ ও তাদের সন্ধান চাওয়া হয়। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং করার পর অনেক পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী নানু মিয়া জানান, মাইকে তিন শিশু নিখোঁজের সংবাদ শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সংবাদ শোনার পর পর বাসায় তার সন্তানদের খবর নিয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ শিশুদের ফুফু জোছনা বেগম বলেন, তারা সন্ধান চালিয়ে যাচ্ছেন। তার ভাই দুলাল এলাকার একটি সিসিটিভির ফুটেজ দেখেছেন। থানায় জিডি করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ সমকালকে বলেন, দুলাল আহমদ তিন বিয়ে করেছেন। মোবাইল ফোনে যোগাযোগ করে তার অন্য স্ত্রীদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। তবে দুলাল মোবাইল ফোন রিসিভ করছেন না।
Design and developed by ওয়েব হোম বিডি