সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শনিবার দেশের অন্যতম একটি পুরানো বিশ্ববিদ্যালয়ের ১৫ কর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ।
রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, আজিয়ান সাগর তীরবর্তী ইজমির নগরীতে অবস্থিত এজ বিশ্ববিদ্যালয়ের ২৩ কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
তুরস্ক বলছে, প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে চালানো ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী তিনি। গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে আসছেন।
কয়েকজনের বিরুদ্ধে ক্ষুদে বার্তা চালাচালির একটি গোপন সিস্টেম ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
তুরস্কের দাবি, গোপন বার্তা বিনিময় করতে অভ্যুত্থানকারীরা বাইলক নামের একটি ডিভাইস ব্যবহার করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৩ বিশ্ববিদ্যালয় কর্মীর মধ্যে আটজন এখনো পলাতক রয়েছেন।
সংবাদ সংস্থা দোগান জানায়, আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক রয়েছেন। তুরস্কের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয় হল এজ বিশ্ববিদ্যালয়।
অভ্যুত্থানের পর জরুরী আইনের আওতায় প্রায় ৩২ হাজার মানুষকে গ্রেফতার করেছিল তুরস্ক কর্তৃপক্ষ। এ নিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইইউ গণগ্রেফতারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি