তুরস্কে বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ৪১

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬

তুরস্কে বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ৪১

images (2)

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে মঙ্গলবারের ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। নিহতদের মধ্যে ১০ জন বিদেশি ।

আঞ্চলিক গভর্নরের কার্যালয় বুধবার এ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ২৩৯ জন। এর মধ্যে ১০৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

হতাহতদের স্মরণে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদ্রিম একদিনের  জাতীয় শোক ঘোষণা করেছেন।

তুর্কি কর্তৃপক্ষ জানায়, আতাতুর্ক বিমানবন্দরে হামলায় অংশ নেয় তিন হামলাকারী। হামলাকারীরা বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার সময় একে-৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।  আকস্মিক এ হামলায় বিমানবন্দরে থাকা মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

এ সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের উদ্দেশে পাল্টা গুলি চালালে এক হামলাকারী আহত হয়। পরে আহত ওই হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

এদিকে অপর দুই হামলাকারী এ সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় কিনা তা নিশ্চিত করা না গেলেও পাল্টা হামলায় ওই তিন হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার পরপরই বিমানবন্দরটিতে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হলেও স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফের প্লেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। যদিও এ হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার সঙ্গে জড়িত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com