সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যায় আঙ্কারায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আন্দ্রেই কার্লভকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুর্কী সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে’ একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে ওই গ্যালারিতে অতিথি ছিলেন কার্লভ। টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, কার্লভ অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এক অস্ত্রধারী পেছন থেকে তাকে গুলি করে এবং রুশ রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন। গুলি করার পর অস্ত্রধারী তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন– ‘আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।’
বিবিসি জানিয়েছে, ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহতও হয়েছেন। প্রসঙ্গত, সিরিয়ার সঙ্কট নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বিবাদ চলছে। সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিবাদে ইস্তানবুলে রুশ দূতাবাসের বাইরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। তবে আলেপ্পোয় যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক ও রাশিয়া সরকার সহযোগিতার ভিত্তিতেই কাজ করছিল।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোফা বলেছেন,এই সন্ত্রাসবাদী আক্রমণ সহ্য করা হবে না। ওদিকে রুশ সংসদের একজন সদস্য লেওনিদ াটস্কিকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, কার্লভের হত্যার পরও মঙ্গলবার (আজ) মস্কোতে সিরিয়ার সঙ্কট নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে আলোচনা চলবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি