তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: সিলেটের ৬২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: সিলেটের ৬২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

up-electionসুরমা মেইল নিউজ : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের ৬২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিচ্ছেন।

আজ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৬টি, কানাইঘাটের ৯টি, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের ৯টি, দোয়ারাবাজারের ৯টি, দক্ষিণ সুনামগঞ্জের ৮টি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭টি ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, নির্বাচনকে গত বুধবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণের আগের মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। এ ছাড়া চিকিৎসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com