তোমার বিশ্বাস ও আমাকে ভাবায় আমি কে?

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

তোমার বিশ্বাস ও আমাকে ভাবায় আমি কে?

imagesবিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক দিন পরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার। তাই প্রেমিকার জন্য কবিতা লিখলেন করণ। সেই কবিতার মধ্যে দিয়েই নিজের মনের সব কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন করণ। ক্যাপশনে কবিতা লিখেছেন তিনি- সকল অন্ধকার থেকে দূরে রাখো আমায়, সকল ব্যাথা ভুলিয়ে দাও আমার…এমনকি ঝড়, সূর্য ও বৃষ্টি থেকে দূরে রাখো আমায়…আমার শান্তি তুমি…ভালোবাসা দিয়ে আমার জীবনের প্রতিটি মুহূর্তে উল্লাসে ভরিয়ে দিয়েছো…তোমার বিশ্বাস ও আমাকে ভাবায় আমি কে?…সঠিক কিছু করলে আমার পিঠ চাপড়াও, ভুল করলে পেছনে লাঠি মারো…জীবন কতো সুন্দর তা বুঝিয়েছো তুমি…আমার সঙ্গী, ভালোবাসা, প্রাণের বন্ধু তুমি…ওয়াদা করছি সারা জীবন তোমার পাশে থাকবো।

আগামী ৩০ এপ্রিল মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে বিয়ে করবেন দু’জনে। এখানে শুধু পরিবারের স্বজন ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন। ওইদিনই সন্ধ্যায় সেন্ট রেজিস হোটেলে বলিউড তারকাদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com