সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫
সুরমা মেইলঃ এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে কাটা মুণ্ডু। এমন পৈশাচিক দৃশ্য সিনেমার পর্দায় দেখাও বেশ কষ্টকর।
কিন্তু শুক্রবার সকালে বাস্তবে এমন দৃশ্যের সাক্ষী হতে হল ভারতের পুনের বাসিন্দাদের। স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় হাঁটছিলেন রামু চহ্বণ নামে ৫৩ বছরের এক প্রৌঢ়।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রামুকে।
স্থানীয়দের অভিযোগ, এই কাপালিককে কুঠার হাতে নিজের স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। পরে ট্রাফিক পুলিশ তাকে আটক করে।
পুনে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামু নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন।
তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও জানা যায়নি।
পুলিশের ধারণা, অভিযুক্ত প্রৌঢ় মানসিকভাবে অসুস্থ।
Design and developed by ওয়েব হোম বিডি