স্ত্রীর কাটা মুণ্ডু হাতে খোলা রাস্তায়!

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে খোলা রাস্তায়!

stri

সুরমা মেইলঃ এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে কাটা মুণ্ডু। এমন পৈশাচিক দৃশ্য সিনেমার পর্দায় দেখাও বেশ কষ্টকর।

কিন্তু শুক্রবার সকালে বাস্তবে এমন দৃশ্যের সাক্ষী হতে হল ভারতের পুনের বাসিন্দাদের। স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় হাঁটছিলেন রামু চহ্বণ নামে ৫৩ বছরের এক প্রৌঢ়।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রামুকে।
স্থানীয়দের অভিযোগ, এই কাপালিককে কুঠার হাতে নিজের স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। পরে ট্রাফিক পুলিশ তাকে আটক করে।
পুনে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামু নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন।
তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও জানা যায়নি।
পুলিশের ধারণা, অভিযুক্ত প্রৌঢ় মানসিকভাবে অসুস্থ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com