থার্টি ফার্স্টে খোলা জায়গায় উৎসব করা যাবে না: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫

থার্টি ফার্স্টে খোলা জায়গায় উৎসব করা যাবে না: ডিএমপি কমিশনার
dmp1

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

সুরমামেইল. ডেস্ক: নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্টে রাত আটটার মধ্যে সবাইকে বাসায় ফেরার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুালিশ। এছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে খোলা জায়গায় কোনো ধরণের উৎসবের আয়োজন করা যাবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার আবাসিক লোকজনের ওপর এই কড়াকড়ি বহাল থাকবে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান ।

তিনি বলেন, ‘৮টার পর এসব এলাকায় চেকপোস্টের সংখ্যা বাড়বে। কড়া তল্লাশিও চালানো হবে। বহিরাগতদের এসব এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ আরোপ করা হবে।’

তিনি জানান, ইংরেজি নববর্ষের রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত কোনো ধরনের বৈধ অস্ত্র বহন করা যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, আনন্দ উৎসবের নামে অনেকেই সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এদিন সব ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, রাস্তার মোড়ে, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে কোন ধরনের জমায়েত, সামবেশ, উৎসব করা যাবে না। উন্মুক্তস্থানে কোনো ধরনের সমেবত হওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারায় এলাকায় বসবাসরত নাগরিককে রাত আটটার মধ্যে বাসায় ফেরার জন্য অনুরোধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যায় এলাকায় সন্ধ্যা ছয়টার পরে বহিরাগত কোনো যানবাহন প্রবেশ নিষেধ। এছাড়া সন্ধ্যা ছয়টার পর হাতিরঝিল এলাকায় কেউ প্রবেশ ও অবস্থান করতে পারবে না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, ফারুক আহমেদ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, মনিরুল ইসলাম, মীর রেজাউল আলম সহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com