থার্টি ফার্স্টে নাইটক্লাবে হামলা, নিহত ৩৯

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :: নতুন বছরকে স্বাগত জানাতে নাইটক্লাবের পার্টিতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আগত দেশী-বিদেশীদের মধ্যে হামলাকারীও ঢুকেছিল সান্তা ক্লজের বেশে। আচমকা এলোপাতাড়ি গুলি, মুহূর্তে প্রাণ গেল ৩৯ জনের।

থার্টি ফার্স্ট নাইটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।

শহরের গভর্নর ভাসিফ শাহীন হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে এ হামলা চালানো হয়। এ সময় সেখানে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীদের একজন সান্তা ক্লজের বেশে নাইটক্লাবে ঢুকে গুলিবর্ষণ শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত গাড়ি এবং বেশকিছু অ্যাম্বুলেন্স। হামলার পর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়। নিহত হন একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৯ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

তিনি বলেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপনে জড়ো হওয়া নিরপরাধ মানুষের ওপর নৃশংস ও নিষ্ঠুর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

এ হামলা ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রসঙ্গত, তুরস্কের ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুল। ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে গড়ে তোলা ব্যাপক নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে শহরটিতে ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর মাঝেই এ হামলার ঘটনা ঘটলো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com