থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই : আছাদুজ্জামান মিয়া

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন তৎপর রয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জঙ্গি দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে, এর পাশাপাশি দেশবাসীকে তৎপর ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও বা কোনো জঙ্গি সংগঠনের হামলা করার কোনো সুযোগ নেই। কারণ পোশাকে ও সাদা পোশাকে ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় তৎপর থাকবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। কোনো উন্মুক্ত স্থানে নববর্ষ উৎযাপন উপলক্ষে নাচ, গান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ধ্যা ৬টার পর থেকে কোনো বার খোলা রাখা যাবে না।

রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজধানীর আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসব স্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও না আনার জন্য সকলকে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com