দক্ষিণ সুদানে ৩ দিনের সহিংসতায় নিহত ১৫০

প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

দক্ষিণ সুদানে ৩ দিনের সহিংসতায় নিহত ১৫০

download (3)আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে বর্তমার প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক নিহত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ সহিংসতা এখনো চলছেই। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

রোববার সকালেও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোলাগুলির খবর পাওয়া গেছে। সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।

শনিবার দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুক্রবার প্রেসিডেন্ট সালভা কিরের সাথে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বৈঠক হয়। বৈঠক চলার সময়ই দুপক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়।

সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট মাচারের মুখপাত্র উইলিয়াম গাতজিয়াথ এই সহিংস পরিস্থিতির জন্য সরকারি সেনাদের দায়ী করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com