দক্ষিণ সুরমায় কারের ধাক্কায় নিহত ছেলে-আহত মা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

দক্ষিণ সুরমায় কারের ধাক্কায় নিহত ছেলে-আহত মা

Car
সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুরমায় প্রাইভেট কারের ধাক্কায় ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা। বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা কানাই মিয়ার স্ত্রী রুহেনা বেগম তার ছেলে সেজু মিয়াকে নিয়ে লালাবাজার যাওয়ার উদ্দেশ্যে সাতমাইল শাহ আব্দুল লতিফ মাজারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুহেনা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com