দক্ষিণ সুরমায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

দক্ষিণ সুরমায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Manual1 Ad Code

&&&&&&
সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমায় জায়গার মালিকানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুচাই পশ্চিমভাগ গ্রামের সালেক উদ্দিন ও বাবুল আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আজাদ উদ্দিন, আফসর উদ্দিন, বাবুল মিয়া, তোফায়েল আহমদ, নাজনীন সিদ্দিকা শাহী, রেজিয়া বেগম, সালেক উদ্দিন, সিরাজ উদ্দিন বাবুল মিয়াসহ আরো কয়েকজন। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানান, জায়গার মালিকানা নিয়ে বিরোধের জের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code