দক্ষিণ সুরমায় প্রবাসীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

দক্ষিণ সুরমায় প্রবাসীর আত্মহত্যা

hhhh
সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুরমায় প্রবাস ফেরত মখলিসুর রহমান (৫২) নামের এক ব্যক্তি গলায় মাফলার পেছিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে ঝালোপাড়া এলাকায় নিজ বাসায় গলায় মাফলার পেছিয়ে আত্মহত্যা করেন। দেশে ফিরে বেকার হয়ে পড়েন অভাব, অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। জানা যায়, ঝালোপাড়ার স্বর্ণালী স্বপ্ননীড় ১৬৩ নং বাসার আসকির মিয়ার ছেলে মখলিসুর রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কিছুদিন পূর্বে তিনি দেশে ফিরেন। দেশে এসেই নানা অসুখে ভূগতে থাকেন মখলিস। সংসারে দেখা দেয় আর্থিক অনটন। এনিয়ে পরিবারে প্রায় মনমালিণ্য লেগে থাকতো। প্রতিবেশিরা জানান, বুধবার বিকেলে ছেলেকে টিচারের বাসায় প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলেন মখলিসের স্ত্রী। রাতে বাসায় এসে স্বামীর মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা জড়ো হয়ে পুলিশকে খবর দেন। দক্ষিন সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। দক্ষিণ সুরমা থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com