দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা ঘাতক স্ত্রী

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা ঘাতক স্ত্রী

download-1নিজস্ব প্রতিবেদক :: ঘাতক স্ত্রীর কান্ড সিলেটের দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে লাপাত্তা স্ত্রী। গুরুত্বর আহত অবস্থায় স্বামী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, জৈনপুর এলাকার তালিব মিয়ার বাসায় ভাড়া থাকেন গোলাপগঞ্জের বাঘার সুদীপ দাসের ছেলে বিধান দাস। তার স্ত্রীর সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া থাকতো। বৃহস্পতিবার ভোরে তাদের ৪/৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশপাশ বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার স্ত্রী নিখোঁজ।

পরে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বিধান দাসকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com