দক্ষিণ সুরমায় ৪ জুয়ারী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

দক্ষিণ সুরমায় ৪ জুয়ারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে চার জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ফেরীঘাটস্থ চায়না কলোনীর সামন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

পুলিশ সূত্র জানায়, সিলেটের দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির টহলরত দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ফেরীঘাটস্থ চায়না কলোনীর সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ জুয়ারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে পুলিশের টহলদল গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ওই কলোনীর মৃত মো: ছবদর আলীর ছেলে মো: খায়রুল ইসলাম (৪০), মো: আব্দুল হকের ছেলে মো: বাবুল মিয়া (৩৫), বদরুল মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ওনিজাম উদ্দিনের ছেলে মামুন আহমদ (৩৩)।

 

৪ জুয়ারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

জুয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।

 

এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ৪ জুয়ারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com