সিলেট ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি মাসেই দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি কার্যক্রম শুরু করা হবে। রোগীরা যাতে সেবা পায় সেজন্য চিকিৎসকসহ সকল ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু হবে।
বুধবার (৫ অক্টোবর) সিলেটের দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৩ সালে উদ্বোধন হওয়া এই হাসপাতালটির সকল সুবিধা থাকলেও কেবল অর্থনৈতিক অনুমোদন না থাকায় হাসপাতালে রোগী ভর্তি করা যায় না। ফলে আন্তঃবিভাগের কার্যক্রম চালু করা যায়নি। ক্ষুদ্র পরিসরে বর্হিবিভাগের কার্যক্রম চালু রয়েছে। ফলে সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার মানুষ।
বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আজিজ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে ৩১ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান।
এ দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস প্রদান করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য বিভাগের উন্নতি হয়েছে। মাতৃমৃত্যুর হার কমেছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। দেশের হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে।
খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার জীবন ধ্বংসাত্মক কাজ আপনারা দেখেছেন। এর বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, দক্ষিন সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি