দক্ষিণ সুরমা ট্রাক চায় নিহত ২ আহত ১

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

দক্ষিণ সুরমা ট্রাক চায় নিহত ২ আহত ১

1সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ট্রাক চাপায় এক সিএনজি অটোরিক্সা চালকসহ ২ জন নিহত ও এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের নুরপুুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত সিএনজি চালকের নাম স্বপন আহমদ আলম (৩২)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার গাছতলা গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। বর্তমানে টুলটিকর ইউনিয়নের ফুলবাগ আবাসিক এলাকার বাসিন্দা। সে শাহজালাল উপশহরের ই/ব্লক সিএনজি আটোরিক্সা শাখার চালক বলে জানা যায়। তাৎক্ষনিকভাবে অপর নিহত ও আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে (সিলেট-থ-১২-৪৬০৬) নং সিএনজি অটোরিক্সাটি মোগলাবাজার থেকে যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা করে। শিববাড়ী নামক এলাকায় রাস্তায় বালু-পাথর রাখার স্থানে সামনে একটি ট্রাক দাঁড়ানো এ সময় ঐ সিএনজি দাঁড়ানো ট্রাকের নিকট পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা (সিলেট-ড-১১-০১৯৩) নং মালবাহী (সারভর্তি) একটি ট্রাক ওই সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক স্বপন আহমদ নিহত ও গাড়ীটির ২ যাত্রী গুরুতর আহত হন। এ সুযোগে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। এ সময় রাস্তার উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ যানজট ২ ঘন্টা স্থায়ী ছিল। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরো একজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ঘাতক মালবাহী ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ফজল জানান, ট্রাক চাপায় ঘটনাস্থলে এক চালকসহ ২ জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। তিনি বলেন, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশের দু’টি দল ঘটনাস্থলে গিয়ে রাস্তার উভয় পাশের যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেলেও মালবাহী ট্রাকটি আটক করা হয়েছেএদিকে সাধারণ লোকজনের দাবি, এখানে বেশ কয়েকটি গাড়ীর গ্যারেজ থাকায় রাস্তার উপর বড় বড় ট্রাক রেখে কাজ করে মেকানিকরা। যার কারণে রাস্তা দিয়ে গাড়ী ওভারটেক করতে গেলেই এরকম দূর্ঘটনার শিকার হতে হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com