সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : দক্ষিন সুরমা তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতক আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে (সোমবার) পাহারারত অবস্থায় ঐ গ্রামের যুবক আলী আকবর, কামাল, লাবলু , ফখরুল, ইমন দেখতে পান সন্দেহজনক ভাবে গ্রামের ভিতরে একটি কার ঘুরাঘুরি করছে, এসময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া দেয়। ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল ধাওয়া খেয়ে পালানোর সময় শমসের আলী কলোনির পাশ থেকে একটি কারসহ তিন ডাকাত গ্রামবাসীর হাতে ধরা পরে আটককৃত কারের নম্বারঃ ক-০৩ ৮৬০১। অপর ৫ ডাকাত দৌড়ে পালিয়ে যায়। তেতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওসমান আলীর বাড়িতে ধৃত ডাকাতদের নিয়ে আসা হলে চেয়ারম্যান থানায় খবর দেন । খবর পেয়ে দক্ষিন সুরমা থানার এস আই রিপন ঘটনাস্থলে পৌঁছে তিন ডাকাতকে আটক করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে এলাকাবাসী জানান, আটক ডাকাতরা দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের আরো ডাকাতির সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। ৫ দিন আগেও পাশের গ্রামের সুরিগাও নিবাসী মোঃ রফিক মিয়ার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । এ ডাকাতির সাথেও এই ডাকাতদল জড়িত থাকতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি