সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : দখলমুক্ত হয়েছে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ। দীর্ঘ দুই যুগ পর মাঠ ছেড়ে চলে গেছে দখলে থাকা হকাররা। গতকাল শেষ বারের মতো মাঠে মধ্যে কিছু মালামাল তারা সরিয়ে নিয়ে চলে গেছে। গত মে মাসে সিলেটের দলিল লেখকরা হকারদের মাঠ ছেড়ে চলে যাওয়ার দাবিতে এক দফা ধর্মঘট শুরু করেছিল। ওই সময় এক সমঝোতা বৈঠকে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হকারদের রমজান পর্যন্ত সময় দিয়েছিলেন।
বলেছিলেন, মানবিক কারনে ঈদ পর্যন্ত সময় পাবেন। ওই সময় সমঝোতা বৈঠকে সাবেক মেয়রের সিদ্বান্ত মেনে নিয়েছিল দখলে থাকা হকাররা। এর ফলে আন্দোলন স্থগিত করেছিলেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। বৃহস্পতিবার ঈদ পালনের পর শনিবার থেকে রেজিস্ট্রারী মাঠ ছাড়তে শুরু করে হকাররা। সোমবার দুপুরের মধ্যে পুরো মাঠ তারা পরিস্কার করে ফেলে। এদিকে, দুপুরে মাঠ পরিদর্শনে আসেন সিলেটের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা। সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবকে নিয়ে মাঠ পরিদর্শন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাভেদ সিরাজ উপস্থিত ছিলেন।
তারা মাঠে কিছু সময় অবস্থান করে দলিল লেখকদের সঙ্গে কথা বলেন। এবং মাঠ নিজ থেকে ছেড়ে দেওয়ায় হকারদের ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের কাছে সাবেক মেয়র কামরান বলেন, এই মাঠ এখন রক্ষনাবেক্ষন ও সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, অর্থমন্ত্রী সিলেটে এলে তিনি মাঠ পরিদর্শন করবেন। এবং তার নির্দেশেই পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। আর রেজিস্ট্রারী মাঠ একটি ঐতিহাসিক মাঠ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, সহ-সভাপতি মুহিবুর রহমান জিলু, সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সাবেক আহবায়ক হাজী কুতুব উদ্দিন, সাবেক সভাপতি হাজী সুলতান মিয়া বাদশা, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান খোকন, জেলার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক এম ইকবাল হোসেন, ফয়সল আহমদ, শেখ লোকমান মিয়া, সদর সমিতির সহ সাধারন সম্পাদক শামসুল ইসলাম আনা, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, আবুল হাসনাত, নির্বাহী কমিটির সদস্য শাহীন আহমদ, সাদেক আহমদ, জাহাঙ্গীর হোসেন মান্না, রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল আহমদ ইমন প্রমুখ।
এদিকে, মাঠ ছেড়ে চলে যাওয়ায় হকারদের ধন্যবাদ জানান সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। একই সঙ্গে মাঠ দখলমুক্ত করায় সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কাছে তারা কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মাঠটি দ্রুত সংস্কার করে রক্ষানাবেক্ষনের দাবি জানান তারা।
Design and developed by ওয়েব হোম বিডি