দরগাহ গেইটে সাবেক কাউন্সিলর হামলা : আটক ২

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬

Atok

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় দোকানের অফারের তোরণকে কেন্দ্র করে লাঞ্ছনার শিকার হয়েছেন সাবেক কাউন্সিলর দিলীপ কুমার। রোববার দুপুর ১টায় দরগাহ গেইটস্থ হিরা বসুন্ধরা মটরস এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ হিরা বসুন্ধরা মটরসের কর্মচারি সাহিদুল (২৪) ও আহসান হাবিবকে (২৭) আটক করেছে।

সূত্র জানায়, ইংরেজি নববর্ষ উপলক্ষে মূল্য ছাড় অফারের তোরণ নির্মাণ করে দরগাহ গেইটস্থ হিরা বসুন্ধরা মটরস। এতে পার্শবর্তী সাবেক কাউন্সিলর দিলীপ কুমার এর দোকান মালিক অভিযোগ করেন। রোববার দুপুরে এ নিয়ে দিলীপ কুমারের সাথে হিরা বসুন্ধরা মটরস’র কর্মচারিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বসুন্ধরা মটরস’র কর্মচারিরা দিলীপ কুমারকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পৌছে কোতোয়ালি থানা পুলিশ। থানার এসআই কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২জনকে আটক তরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com