দরিদ্র জনগোষ্টির জীবন মান-উন্নয়নে এফআবিডির’র বিকল্প নেই : আফিয়া বেগম

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

দরিদ্র জনগোষ্টির জীবন মান-উন্নয়নে এফআবিডির’র বিকল্প নেই : আফিয়া বেগম

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন আফিয়া বেগম বলেছেন, অসহায় দরিদ্র জনগোষ্টির জীবন মানউন্নয়নে এফআবিডির’র বিকল্প নেই। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি ঘাটতি দূরকরার লক্ষ্যে জানুয়ারী পূর্ব জাফলং এবং নন্দিরগাঁও ইউনিয়নে ৩,১৮০জন উপকার ভোগী পরিবার নিয়ে ‘সূচনা’ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পের অতি দরিদ্র উপকার ভোগী পরিবার সমূহের আয়বৃদ্ধির মাধ্যমে পুষ্টির সংকুলান করার লক্ষ্যে আয়বর্ধন মূলক কাজের জন্য হাঁস, মোরগ, ছাগল, ভেড়া পালনের জন্য উপকরণ বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার পূর্ব জাফলং ইউনিয়ন’র হত দরিদ্র উপকার ভোগীদের মধ্যে ২০টি করে মোরগ, ২০ কেজি ধানের কুড়া, পানির পাত্র ও ২টি করে খাদ্যেও পাত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রকল্প সমন্বয়কারী ফাহিম সারওয়াত’র সঞ্চালনায় মোরগ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মো. জাহিদ হোসেন, পরিচালক জীবন-মান উন্নয়ন কর্মসূচী, এফআইভিডিবি, তিনি বলেন সূচনা প্রকল্পের মাধ্যমে অত্র ইউনিয়নের জীবন-হত দরিদ্র মানূষের জীবনের মানউন্নয়নের মাধ্যমে পুষ্টিঘাটতি দূরকরা যাবে। এজন্য উপকারভোগীদের মধ্যে আয়বর্ধন মূলক কর্মকান্ডে অংশগ্রহন করানোর জন্য সূচনা প্রকল্প হতে বিভিন্ন উপকরণ প্রদানকরা হচ্ছে। আয়বর্ধন মূলক কর্মকান্ডে অংশগ্রহন নিশ্চিত হলে পুষ্টিঘাটতি দূরকরা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ডা. আবুল কাহের উপকারভোগীদের মধ্যে হাঁস-মুরগীলালন-পালনবিষয়ক বক্তব্য প্রদান কালে হাঁস-মুরগী লালন-পালনের মাধ্যমে পরিবারের আয়বৃদ্ধি করাযায়। সেক্ষেত্রে আমাদেরকে যথেষ্টসচেতন হতে হবে। হাঁস-মুরগীলালন-পালন বিষয়ে সকলের সাধারণ ধারণা থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাব’র যুগ্ম-সাধারণসম্পাদক, মো. আলী হোসেন(জুয়েল), এফআইভিডিবি’র আজিম উদ্দিন, সমন্বয়ক, পিইপি, আব্দুল হাফিজ চৌধুরী, ম্যানেজার, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, নীহার সিংহ,উপজেলা কো-অর্ডিনেটর, সূচনাপ্রকল্প, বুলবুল আহমদ, ইউনিয়ন কো-অর্ডিনেটর, বখতিয়ার মো. আব্বাস,এমএন্ডই, আবুবকর শিকদার, গর্ভন্যান্স এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ও স্বপনকুমার নাইডু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com